• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আজ থেকে ঈদের লঞ্চ টিকিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৯, ১১:০৪

নৌপথে ঈদ যাত্রায় লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ সোমবার। এ ছাড়া যাত্রীদের সুবিধার জন্য ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত চলবে লঞ্চের বিশেষ সার্ভিস।

রোববার ঢাকা নদীবন্দরের সভাকক্ষে ঈদ যাত্রার প্রস্তুতিবিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা, প্রশাসন ও নৌযান মালিকপক্ষের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মাহবুব উল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, সোমবার থেকেই নৌবন্দরের টার্মিনাল ভবনে থাকা প্রতিটি লঞ্চের কাউন্টার থেকে টিকিট বিক্রি হবে। এ ছাড়া ঈদের সময় টার্মিনালে প্রবেশ ও লঞ্চে আরোহণের সময় মোবাইল কোর্টসহ কর্তৃপক্ষের মনিটরিং টিম দায়িত্ব পালন করবে।

সভায় আরও জানানো হয়, যারা অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
মঞ্চে ফিরছে ‘মাধব মালঞ্চী’
X
Fresh