• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদিতে তেল স্থাপনায় হামলায় ঢাকার উদ্বেগ প্রকাশ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ মে ২০১৯, ১৯:৪০

সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তেল স্থাপনার ওপর কয়েক দফা হামলার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ রোববার পররাষ্ট্র দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলের একটি প্রদেশে তেল ক্ষেত্রের ওপর গোপনে ড্রোন হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমীরাত ভূখন্ডে আমিরাতি তেল ট্যাংকারে হামলার খবর খুবই দুঃখজনক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ড ওই অঞ্চলে সার্বিক নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে আরও বলা হয়, বাংলাদেশ এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ডে নিন্দা জানায় এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অঞ্চলে শান্তি ও স্থিতিশিলতা বজায় রাখতে যে কোন গঠনমূলক পদক্ষেপের প্রতি সমর্থন জানাবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh