• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এবার দর কষছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং! (ভিডিও)

এহতেরামুল হক, আরটিভি

  ১৮ মে ২০১৯, ১২:৩০

অ্যাপভিত্তিক মোটরসাইকেল সেবা চালুর আড়াই বছরের মধ্যেই নানা অনিয়মের শৃঙ্খলে বন্দি হয়ে পড়েছে। অ্যাপের বাইরে চুক্তিতে যাওয়া অতিরিক্ত ভাড়া দাবি, নির্দিষ্ট গন্তব্যে যেতে অস্বীকৃতি, প্রমোকোড প্রতারণাসহ নানা সমস্যায় জর্জরিত কাঙ্ক্ষিত সেবাটি।

‘রাইড শেয়ারিং সেবা’কে একটি আইনি কাঠামোতে পরিচালনায় জন্য নীতিমালা করা হলেও তা মানছে না কোম্পানিগুলো।

আবুল কালাম আজাদ। প্রবাস জীবন শেষে দেশে ফিরে পেশা হিসেবে নিয়েছেন, অ্যাপভিত্তিক মোটরবাইক সেবাকে। যানজট ও গণপরিবহন সংকটের কারণে, দুই চাকার বাহনটি এখন জীবিকার অবলম্বন হয়ে উঠেছে, আজাদের মতো অনেক বেকার যুবকের।

গতিহীন রাজধানীর সড়কে দ্রুত চলাচলে নগরবাসীর আস্থার বাহনে পরিণত হয়েছে, অ্যাপে চলাচলকারী মোটরসাইকেল। গত কয়েক বছরে উবার, পাঠাও, সহজ ডট কম, ওভাই, চলো, আমার বাইকসহ প্রায় এক ডজনেরও বেশি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি গড়ে উঠেছে। যাত্রীদের চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে সেবার মান নষ্ট করছে, এক শ্রেণির মুনাফালোভী চক্র।