• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাইগারদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ১৮ মে ২০১৯, ০৯:১৩

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপাজয়ী বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি শুক্রবার রাতে তার অভিনন্দন বার্তায় বলেন, ‘এই জয় বাংলাদেশের ক্রিকেট দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে এবং আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভালো ফলাফল অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।’

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিরিজ জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। ক্রিকেটাররা ছাড়াও কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘পুরো দেশ আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপুণ্যে গর্বিত।’

শুক্রবার রাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের হারিয়ে প্রথম শিরোপা জেতে বাংলাদেশ। এদিন ক্যারিবীয়ানদের ৫ উইকেটে হারিয়ে দেন লাল-সবুজের জার্সিধারীরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
পণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে : প্রধানমন্ত্রী
‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সর্বাত্মক চেষ্টা করছি’
বিদ্যুৎ খাতে বরাদ্দ ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা
X
Fresh