• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভূমধ্যসাগরে নৌকাডুবি, পাচারকারী চক্রের আটক ৩

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০১৯, ১৪:১৪

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি নিহতের ঘটনায় জড়িত পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১ এর একটি দল।

আজ শুক্রবার কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে ইউরোপে পাঠানোকালে সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৮৫ থেকে ৯০ বাংলাদেশি নিহত বা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

আটক তিনজন হলেন- মো. আক্কাস মাতুব্বর (৩৯), এনামুল হক তালুকদার (৪৬), মো. আব্দুর রাজ্জাক ভূইয়া (৩৪)।

র‌্যাব জানায়, সংঘবদ্ধ এই দলটি মিথ্যা আশ্বাস দিয়ে দীর্ঘ দিন যাবত অবৈধভাবে ইউরোপে লোক পাচার করে আসছে।

গত ১০ মে সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে বহু মানুষের মৃত্যু হয়। নৌকাডুবিতে নিহত ৩৯ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈধ পথে ইউরোপ প্রবেশে সুখবর 
আটালান্টার কাছে বিধ্বস্ত লিভারপুল
ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করল ইউরোপের ফুটবল ক্লাবগুলো
ছয় খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইউরোপের চার দেশ
X
Fresh