• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালের বাথরুমে উদ্ধার ‘গহীন’ এখন ছোটমণি নিবাসে

অনলাইন ডেস্ক
  ১৭ মে ২০১৯, ০৯:৪৯

ঢাকা শিশু হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার সেই নবজাতকটির (মেয়ে) ঠিকানা এখন ঠিকানা হয়েছে আজিমপুরে সমাজসেবা অধিদফতরের ‘ছোটমণি নিবাসে’।

বৃহস্পতিবার ওই নিবাসের কর্মকর্তাদের কাছে তাকে তুলে দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে আজিমপুরে নিয়ে যাওয়া হয়। ওই নবজাতকটির নাম রাখা হয়েছে ‘গহীন’।

এর আগে, মঙ্গলবার (১৪ মে) দুপুরে শিশু হাসপাতালের একটি বাথরুম থেকে নবজাতকটি উদ্ধার হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, শিশুটি অসুস্থ থাকায় তাকে ছোটমণি নিবাসের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোনো একটি শিশুকে পাওয়া গেলে তাদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। পরে আজিমপুরের ছোটমণি নিবাসে স্থানান্তর করা হয়। সেখান থেকে শিশুদের দত্তক নিতে আগ্রহী দম্পতিরা পারিবারিক আদালতে মামলা করেন। কোনো শিশুকে দত্তক নিতে একাধিক আবেদন জমা পরার পর আদালত তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে দম্পতি নির্বাচন করেন।

শিশু ‘গহীন’র ব্যাপারেও একই নিয়ম অনুসরণ করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh