• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ শেষ হচ্ছে ২০ মে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৯, ১৪:৫২
ফাইল ছবি

বেসরকারি এজেন্সির মাধ্যমে যারা এবছর হজ করতে প্রাক- নিবন্ধন করেছেন। কিন্তু কোটা পূর্ণ হয়ে যাওয়ায় হজে যেতে পারছেন না তাদের জন্য সরকারি ব্যবস্থাপনায় হজের সুযোগ রয়েছে।

আগামী ২০ মে’র মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাদের নিবন্ধন করতে আহ্বান জানানো হয়েছে।

১৫ মে, বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে এ আহ্বানে জানানো হয় যে, কেবল মাত্র যারা বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করে হজে যেতে পারছেন না, তারাই শুধু সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

তথ্য বিবরণীতে বলা হয়, প্রাক-নিবন্ধনের ভিত্তিতে প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে এই সুযোগ আগামী ২০মে’র মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নিকটস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখতে পেলে ফোনে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন
চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তি
চাঁদ দেখা নিয়ে যা বললো আবহাওয়া অধিদপ্তর
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ করল ইসলামিক ফাউন্ডেশন
X
Fresh