• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনের খাবারে নিষিদ্ধ রং, জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০১৯, ১৭:৪৪
ফাইল ছবি

খাবারের নিম্নমান ও রঙ মেশানের অভিযোগে ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় রোববার দুপুর আড়াইটার দিকে ক্যান্টিনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার (উপসচিব) অভিযানে নেতৃত্ব দেন।

ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনে অভিযান শেষে তিনি আরটিভি অনলাইনকে বলেন, ক্যান্টিনে খাবারের যে মান থাকার কথা ছিল, সেটা পাওয়া যায়নি। আর খাবার পেপার দিয়ে ঢাকা ছিল। ফলে খাবারে পেপারের রঙ ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, এখানে খাবারে মিশানো নিষিদ্ধ রঙ পাওয়া গেছে। এছাড়া কিছু তেল ভালো পেয়েছি আবার কিছু তেল খারাপ পেয়েছি। তাছাড়া খাবার রান্না রাখার পরিবেশ ভালো ছিল না। আমাদের কাছে অফিসার্স ক্লাবের মতো জায়গায় ক্যান্টিনের পরিবেশ মানসম্মত মনে হয়নি।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh