• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে ২০ টন জাটকা জব্দ, ৯ জনের জেল-জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০১৯, ১২:০৭
ফাইল ছবি

রাজধানীর সোয়ারিঘাট এলাকা থেকে ২০ টন জাটকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা সংরক্ষণ ও বিক্রি করার দায়ে নয়জনকে জেল ও জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০ এ অভিযান পরিচালনা করে।

এ ব্যাপারে সারওয়ার আলম জানান, আজ সকালে রাজধানীর সোয়ারিঘাটে মাছের আড়তে অভিযান চালিয়ে ২০ টন জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা সংরক্ষণ করে বিক্রি করার দায়ে নয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা জাটকা ইলিশ সংরক্ষণের জন্য ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। কিন্তু অসাধু জেলে ও ব্যবসায়ীরা জাটকা ধরে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত (ভিডিও)
X
Fresh