• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

থানা থেকে অস্ত্র খোয়ার ঘটনায় অবহেলা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৯, ২১:৫০
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, রাজধানীর শাহবাগ থানা থেকে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে ব্যবস্থা নেয়া হবে।

আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কোস্টগার্ড আয়োজিত ইফতার মাহফিল শেষে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দায়িত্বরত অবস্থায় পিস্তল ও গুলি খোয়া যাওয়ার ঘটনায় ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গেল রোববার দুপুরে শাহবাগ থানা থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিমাংশু সাহার একটি সরকারি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়ে যায়। পরে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। অস্ত্র হেফাজতে রাখতে ব্যর্থ হওয়ায় এএসআই হিমাংশু সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, ওই দিন এএসআই হিমাংশু দায়িত্ব পালন শেষে থানা ভবনের দোতলায় বিশ্রামকক্ষে যান। পরে চুরির ঘটনাটি ঘটে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh