• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোজায় গরুর মাংসে আগোরার ঠকবাজি, জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৯, ১৫:১৩
ফাইল ছবি

রাজধানীর কাকরাইলে আগোরা সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালিত ভেজাল বিরোধী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই জরিমানা করেন।

অভিযানে কাকরাইলে আগোরা সুপার শপে দেখা যায়, বোল্ডার গরুর মাংসকে আগোরা দেশি গরুর মাংস বলে ৫২৫ টাকা কেজি দরে বিক্রি করছে। পরে বোল্ডার গরুর মাংস প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, বোল্ডার গরুর মাংসকে দেশি গরুর মাংস বলে আগোরা ৫২৫ টাকা কেজি দরে বিক্রি করছে। অথচ বোল্ডার গরুর মাংসের দাম হচ্ছে ৫০০ টাকা। এই অপরাধে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে ডিএসসিসি বাজার মনিটরিং টিম সেগুনবাগিচা কাঁচাবাজারের হাজী আফজাল গোস্ত বিতানের মালিক আফজালকে ডিএসসিসির নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দেশি গরুর মাংস বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫টি অঞ্চলে বিভক্ত হয়ে রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে। ৫টি টিমের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত টিমটি সেগুনবাগিচা, কাকরাইল ও মগবাজার এলাকায় অভিযান চালাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
শাওয়াল মাসের ৬ রোজার ফজিলত
একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার যে দেশে ঈদ
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
X
Fresh