• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রমজানের শুভেচ্ছা ফিলিস্তিনের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৯, ২১:১৯
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সোমবার মাহমুদ আব্বাস ফোনে এই শুভেচ্ছা জানান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ২০ মিনিটে শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেন, এসময় ফিলিস্তিনের প্রেসিডেন্টকেও রমজানের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। ফিলিস্তিনের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডন সফরে আছেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ইইউর নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি চার ব্যক্তি ও দুই সংস্থা
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
X
Fresh