• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শামীম ওসমানের ছেলের ফেসবুক হ্যাক করে ৫ লাখ টাকা চায় তারা: র‌্যাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০১৯, ০৯:০১
রাজধানীর শ্যামলী থেকে তিন জিনের বাদশাকে হাতে নাতে আটক করেছে র‌্যাব-২, ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে বিকাশ থেকে টাকা উত্তোলনের সময় তিন জিনের বাদশাকে হাতে নাতে আটক করেছে র‌্যাব-২। রোববার রাত ১০টার দিকে শ্যামলীর আকিব ডিপার্টমেন্টাল স্টোর থেকে ক্যাশআউট করার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাইফুল (২৩), মাহফুজুল দ্বীপ (২৬) ও রাকিব (২৮)। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী গ্রামে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময় পরিচয় গোপন করে জিনের বাদশা সেজে মিথ্যা তথ্য দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।এরই ধারাবাহিতায় ফাঁদ পাতে র‌্যাবের অভিযানিক দল।পরে রাত ১০টার দিকে হাতে নাতে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম ও টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের নিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হয়। তারা নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের ছেলের ফেসবুক হ্যাকিং করে হুমকি দেয় ও ৫ লাখ টাকা চাঁদা চায়। শেরে-বাংলা নগর থানায় প্রতারণার একটি অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে তাদের আটক করা হয়। আটক তিনজনের সঙ্গে আরও যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh