• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

‘ফণী’র চাপে আবহাওয়া ওয়েবসাইট ডাউন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০১৯, ১৬:২৩

ঘূর্ণিঝড় ‘ফণী’র চাপে পড়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। ঝড়ের সবশেষ অবস্থা জানতে একসঙ্গে অনেকে ঢোকার চেষ্টা করায় সাময়িকভাবে অচল হয়ে গেছে সংস্থাটির ওয়েবসাইট।

বৃহস্পতিবার দুপুর থেকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন,একসঙ্গে অনেক হিট হওয়ায় ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে।

তবে ওয়েবসাইট সাময়িক অচল হলেও ফেসবুকে সংস্থাটির পেজে আপডেট দেয়া হচ্ছে। প্রায় এক ঘণ্টা আগেও সেখানে ফণী নিয়ে সতর্কতা পোস্ট দেয়া হয়।

স্ক্রিনশটটি বিকেল সোয়া ৪টার দিকে নেয়া

তবে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটি সচল করতে কাজ শুরু হয়েছে বলে সূত্রে জানা গেছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। কেন্দ্রের চারপাশে বাতাসে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগ তুলে এটি এখন এগুচ্ছে বাংলাদেশের উপকূলে।

অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী,আগামীকাল সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানতে পারে।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড়-বৃষ্টি নিয়ে ৩ দিনের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
বজ্রসহ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
আজকের পূর্বাভাসে যা বলল আবহাওয়া অফিস
X
Fresh