• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সবাইকে নিয়েই কাজ করতে চাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ২২:২২

আসলে এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এ বিজয় আমাদের সবার বিজয়। এ মাসে আমাদের বিজয় এসেছিল। আমি আগেই বলেছিলাম, এ ডিসেম্বরে আরেকটি বিজয় আসবে, তা হবে নৌকার বিজয়। এ বিজয় আমি উৎসর্গ করতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও সব মুক্তিযোদ্ধাকে। বললেন সেলিনা হায়াৎ আইভী।

দেশজুড়ে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। আর রাত সাড়ে ৯টার মধ্যেই ১৭৪টি কেন্দ্রের সবগুলোর প্রাথমিক ফলাফল পাওয়া যায়। এতে বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ৭৭ হাজার ৯০২ ভোটে পরাজিত করেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। নৌকা প্রতীকে তিনি পান ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৬৭৪ ভোট।

এরপরই গণমাধ্যমের মুখোমুখি হন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, যারা এখনো আছেন, যেসব মুক্তিযোদ্ধা আমাকে সর্বক্ষণ সমর্থন যুগিয়েছেন আমি তাদেরকেও এ বিজয় উৎসর্গ করছি।

কোনো বিষয়ে শামীম ওসমানের সহযোগিতা চাইবেন কি না? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আমি অবশ্যই উনার পরামর্শ নেবো। উনার সহযোগিতা চাইবো। আমার কথা অনুযায়ী, উনি যদি অনুমতি দেন, তাহলে আমি সকালে উনার বাসা যেতে চাই; উনার সঙ্গে নাস্তা করতে চাই।

তিনি বলেন, এ বিজয়ের জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার জন্য তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীরা কাজ করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আপামর নারায়ণগঞ্জের জনগণের প্রতি। সব মানুষের প্রতি, দলমত নির্বিশেষে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সব ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা রইলো। সবাই আমার হয়ে কাজ করেছেন।

বিজয়ী হবার পর তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, অগণিত মানুষের ভালোবাসা এবং তাদের আস্থার কারণে এ বিজয় সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা রেখে নারায়ণগঞ্জবাসীকে নৌকা দিয়েছিলেন তা বজায় রাখতে পেরেছি। এজন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ নির্বাচন শুধু নারায়ণগঞ্জবাসীকে নয়, সমগ্র দেশবাসীকে দেখিয়ে দিয়েছে ‘সুষ্ঠু নির্বাচন কাকে বলে’ উল্লেখ করে তিনি বলেন, এজন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। সুষ্ঠু নির্বাচনে তারা অসম্ভব ভূমিকা রেখেছেন। আমি আগেই বলেছিলাম, ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখলে ও সতর্ক থাকলে একটি সুন্দর নির্বাচন হবে। সেটাই প্রতিফলিত হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি নারায়ণগঞ্জের সবার প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি সব মা-বোনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সবাইকে নিয়ে আগেও কাজ করেছি। এখনো করতে চাই । তাদের নিয়েই এগিয়ে যেতে চাই।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh