• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৪ জুলাই থেকে হজ ফ্লাইট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৯, ১১:৩০
ফাইল ছবি

আগামী ৪ জুলাই থেকে হজের ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩২ দিনে ১৫৭ ডেডিকেটেড ও ৩২ সিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

হজ ফ্লাইট শেষ হবে আগামী ৫ আগস্ট।

এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।

বাংলাদেশ বিমান জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০, সিলেট থেকে জেদ্দা ৩, চট্টগ্রাম থেকে মদিনা ৭ হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের।

এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলার সময় নিয়মিত শিডিউল ঠিক রাখতে ২ উড়োজাহাজ স্বল্প মেয়াদে লিজ নেয়া হবে।

ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh