• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১০০ কেন্দ্র

দ্বিগুণ ভোটে পিছিয়ে সাখাওয়াত, আইভীর বাড়িতে উৎসব

হোসাইন তারেক ও রুমকি খান, নারায়ণগঞ্জ

  ২২ ডিসেম্বর ২০১৬, ২০:১৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১শ’ কেন্দ্রের ফলাফলে প্রায় দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৭ ভোট।

আইভীর প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৭৪ ভোট।

নারায়ণগঞ্জে বিরাজ করছে এখন উৎসবমুখর পরিবেশ। একদিকে চলছে কেন্দ্রগুলোতে ভোট গণনা আবার অন্যদিকে শীতকে উপেক্ষা করে অপেক্ষা করছে কর্মী সমর্থকরা। কেন্দ্রে কেন্দ্রে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠছেন সমর্থকরা।

এদিকে জয়ের আভাস পেয়ে শহরের পাইকপাড়া দেওভোগে সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে ভিড় করছেন তার সমর্থকরা। উৎসবের আমেজে মেতেছেন তারা। বাজছে বাদ্যবাজনা। চলছে স্লোগান আর আতশবাজি। নানান আলোকসজ্জায় সাজানো হয়েছে বাড়ির আশপাশ।

সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় নির্বাচন। তবে এবারই প্রথম দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন মেয়র প্রার্থীরা।

এদিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ উৎসব আমেজে হয়ে গেলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টায়। এখন চলছে গণনা। দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা জানা যাবে কিছুক্ষণ পরই। নির্বাচন সুষ্ঠু হওয়ায় ফলাফল যাই হোক জনতার রায় মেনে নেবেন সব দলের প্রার্থী, আগেই এমনটা ঘোষণা দিয়েছেন তারা।

এ নির্বাচনে ৭টি রাজনৈতিক দল থেকে ৭ মেয়র প্রার্থী, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ সাধারণ কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুই মেয়র প্রার্থী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে সমর্থন করেছেন। ১৭৪ ভোট কেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এ সিটি করপোরেশনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।



এগিয়ে আইভী

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh