• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এগিয়ে আইভী

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৮:১০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৪২৬ ভোট।

আইভীর প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৮৫ ভোট।

সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর নারায়ণগঞ্জে এটি দ্বিতীয় নির্বাচন। তবে এবারই প্রথম দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন মেয়র প্রার্থীরা।

এদিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ উৎসব আমেজে হয়ে গেলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল ৪টায়। এখন চলছে গণনা। দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা জানা যাবে কয়েক ঘণ্টা পরই। ফলাফল যাই হোক জনতার রায় মেনে নেবেন সব দলের প্রার্থী, আগেই তা ঘোষণা দিয়েছেন।

এ নির্বাচনে ৭টি রাজনৈতিক দল থেকে ৭ জন মেয়র, ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ সাধারণ কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুই মেয়র প্রার্থী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে সমর্থন করেছেন। ১৭৪ ভোট কেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এ সিটি করপোরেশনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

এইচএম/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh