• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোট শান্তিপূর্ণ : সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৭:১২

কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সম্পন্ন হয়েছে। জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

বৃহস্পতিবার নাসিক নির্বাচনে ভোট শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। ভোট সুষ্ঠু করতে দরকারি সব ব্যবস্থাই নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কাজ করছে কমিশন।

তিনি বলেন, দু’একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রার্থীদের সহযোগিতার কারণে তা শতভাগ সুষ্ঠু হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে ফলাফল না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে।

সিইসি দাবি করেন, সকাল থেকেই নির্বাচনী পরিবেশের ওপর যথাযথভাবে নজর রেখে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ভোট সুষ্ঠু হওয়ায় ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh