• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

এতো মামলা, ফাইল রাখার মতো জায়গা নেই : প্রধান বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৯, ১৪:২৩

সুপ্রিম কোর্টে বর্তমানে এতো মামলা, ফাইল রাখার মতো পর্যন্ত জায়গা নেই। এক কথায় ক্রিটিক্যাল অবস্থা, এভাবে চলতে পারে না। বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ রোববার আপিল বিভাগের একটি মামলার শুনানিতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি।

শনিবার জিআইজেড এর নীরিক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেছিলেন, প্রয়োজনের তুলনায় দেশে বিচারক কম থাকলেও শুধু এর সমাধানেই মামলাজট কমবে না।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় সোয়া পাঁচ লাখ মামলা বিচারাধীন। ১৯৮২ সালে এই সংখ্যা ছিল মাত্র ২৫ হাজার।

প্রধান বিচারপতি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে নিয়ে বসব। সবাইকে বলব যে, এ অবস্থায় কী করবেন আপনারা দেখেন।

তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সঠিক মামলা ব্যবস্থাপনা। তা নিশ্চিত করতে দুটি ধাপে আমাদের কাজ করতে হবে। প্রথমত, প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থায় মামলা দায়েরের হার কমানো এবং দ্বিতীয়ত, মামলা দায়েরের পর প্রতিটি পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করা।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
ধর্ষণ মামলা : আ.লীগ থেকে বড় মনিরকে অব্যাহতি
পিকআপে গানবাজনা ও বেপরোয়া মোটরসাইকেল চালানোয় মামলা
X
Fresh