logo
  • ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২ আশ্বিন ১৪২৬

ব্র্যাক শিক্ষার্থীর মৃত্যু: চাপা দেয়া সেই কাভার্ডভ্যান চালক আটক

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ এপ্রিল ২০১৯, ১৮:৩৮ | আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৯:১২
ফাইল ছবি
সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। এছাড়া কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

আজ শনিবার (২৭ এপ্রিল) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে আগামীকাল রোববার বিস্তারিত জানানো হবে।

এর আগে গেল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা  হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহত হন। ওই ঘটনায় পলাতক উবার মোটরবাইকের চালক সুমন হোসেনকে ওই দিনই রাতে আটক করে পুলিশ। একই সঙ্গে লাবণ্যকে বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও হেফাজতে নেয় পুলিশ।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়