DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় : সাখাওয়াত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২২ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৭
নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক নয়। বিজিবি মোতায়েন থাকলেও অনেক কেন্দ্রে তা ছিলো না। বললেন  বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার নগরির আইটি স্কুল কেন্দ্রে নির্বাচন দেখতে এসে তিনি এ কথা বলেন।  

সাখাওয়াত বলেন, সকালে ভোটকেন্দ্রে এসে দেখি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নেই। বিজিবির কোন দেখা আমি পাইনি। সব মিলিয়ে নিরাপত্তা নিয়ে আমি সন্তুষ্ট নই। সকালের দিকে নগরীর কয়েকটি  ১১ নম্বর ওয়ার্ডের ৬৯ নম্বর কেন্দ্রের এক এজেন্টকে বের করে দেয়া হয়েছে। এছাড়া ভোটারদের ভোট প্রদানে বাধা দেয়া হচ্ছে।

তবে কারা বের করে দিচ্ছে কিংবা ভোট প্রদানে বাধা দিচ্ছে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জের ১শ’ ৭৪টি ভোটকেন্দ্রের অবস্থা বুঝেই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবো। আশা করছি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে এবং সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ নিরঙ্কুশভাবে জয়লাভ করবে।

সকাল ৮টায় নারায়ণগঞ্জের ভোটকেন্দ্রে ভোট শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে ভোট দেবেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন ভোটার। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

এইচটি / এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়