• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোট দিলেন তারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৬

নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার। ভোটযুদ্ধ নিয়ে জমজমাট থাকে চায়ের দোকান আর রাজনৈতিক ময়দান। সিনিয়র সিটিজেন বা বয়োজ্যেষ্ঠরাও বয়স কিংবা অসুস্থতা উপেক্ষা করে শামিল হন রায় জানাতে।

প্রতিবারের ভোটের মতো এবারো ব্যাতিক্রম ঘটেনি নারায়ণগঞ্জে। সকাল থেকে ওয়াচডগ'দের (নিবার্চন পর্যাবেক্ষক) কড়া নজরদারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট চলছে নারায়ণগঞ্জে।

রমজান আলী। তিনি একজন প্রতিবন্ধী। বেশ ক’বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কোমরে ব্যাথা পান। সোজা হয়ে চলতে পারেন না। ভিক্ষা করে দিনযাপন করে। কিন্তু এ প্রতিবন্ধকতা তাকে দূরে ঠেলে রাখতে পারেনি। সকালেই চলে এলেন গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে। পরে এক যুবকের সহায়তায় দিলেন ভোট।

৯৫ বছর বয়সী লোকমান হোসেন। ঠিকমতো হাঁটতে পারছেন না। তবু শীত আর বয়স উপেক্ষা করে এক হাত ছেলে আমিনুল ইসলামের কাধে, আরেক হাত লাঠিতে ভর করে ভোট দিতে এলেন। লক্ষীনারায়ণ কটন মিল উচ্চ বিদ্যালয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন।

এমসি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh