• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৪০ ভাগ ভোট সাড়ে ৬ ঘণ্টায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রথম সাড়ে ৬ ঘণ্টায় ৪০ ভাগ ভোট পড়েছে। জানালেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। অনেক কেন্দ্রে এ হার ৫৫ ভাগ।

তিনি বলেন, নির্বাচনে ভোটের এ হার উৎসাহজনক। শেষ পর্যন্ত ৬০ থেকে ৬৫ ভাগ ভোটার তাদের প্রার্থীকে ভোট দেবেন।

সকাল ৮ টা থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়। পুরুষদের পাশাপাশি নারীদেরও দীর্ঘ লাইন দেখা যায় কেন্দ্রে। ভোটাররা মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদেরকেও ভোট দিচ্ছেন। ১ জন ভোটারকে তিনটি ব্যালটে সিল মারতে হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯শ ১৩ জন। ১শ ৭৪টি কেন্দ্রের ১ হাজার ৩শ ৪ ভোটকক্ষে ভোট দিচ্ছেন তারা।

সকালে কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও দুপুরে তা কমে আসে। তবে দুপুরের পর আবার ভোটার ভিড় বাড়তে পারে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, কিছু জায়গায় অনেক বেশি ভোট হয়েছে। ৫০ থেকে ৫৫ ভাগ ছাড়িয়ে গেছে। তবে অনেক জায়গায় ভোট পড়ার হার কম।

একটানা ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকবেন তারা যতক্ষণ না ভোট দেয়া শেষ করবেন, ততক্ষণই ভোট চলবে। বললেন রিটার্নিং কর্মকর্তা।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh