• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জনগণকে রিজার্ভ ট্যাংকি পরিষ্কার রাখার অনুরোধ মন্ত্রীর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০১৯, ১৩:৫৮
ফাইল ছবি

সাধারণ মানুষকে রিজার্ভ ট্যাংকি পরিষ্কার রাখার জন্য অনুরোধ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান গত ২০ এপ্রিল বলেছিলেন, ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়। সংস্থার এমডির এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে ২৩ এপ্রিল এসেছিলেন জুরাইনের কিছু বাসিন্দা। কিন্তু এমডিকে শরবত খাওয়াতে পারেননি তারা।

এ বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে তাজুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসা নিয়ে ইদানীং বেশ আলোচনা চলছে।

মন্ত্রী বলেন, মানুষ বাসাবাড়িতে প্রায় ৯৯ শতাংশ পানিই ব্যবহার করে ধোয়ামোছার কাজে, গোসল করা ইত্যাদি কাজে। আর খাওয়ার জন্য ব্যবহার করে মাত্র এক শতাংশ।ওয়াসা অনেক দূর থেকে পানি এনে এই পানি সরবরাহ করে থাকে। তাই মানুষকে সব সময় রিজার্ভ ট্যাংকি পরিষ্কার রাখতে হবে।