• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জায়ান চৌধুরীর দাফন বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৯, ২১:০৯
ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কায় সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ আসছে আগামীকাল বুধবার। পরে বাদ আছর জানাজা শেষে বনানীতে দাফন করা হবে।

আগামীকাল দুপুর ১টা ১০ মিনিটে বিমানযোগে হযরত শাহজালাল(র.) আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছাবে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর থেকে জায়ানের মরদেহ রাজধানীর বনানীর নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং বাদ আছর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

এ ঘটনায় জায়ান চৌধুরীর বাবা মশিউল হক চৌধুরী গুরুত্বর আহত হয়েছেন। তিনি শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

শেখ ফজলুল করিম সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন। তারা কলম্বোর পাঁচ তারকা হোটেল শাংরি-লায় উঠেছিলেন।

উল্লেখ্য, শ্রীলংকায় ইস্টার সানডের প্রার্থনায় তিনটি চার্চ ও তিনটি হোটেলে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ৩২১ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে প্রায় ৫শ জন।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh