• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সরকারের প্রথম ১০০ দিন উদ্যোগহীন ও উদ্যমহীন: সিপিডি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৯, ১৪:০৬

সরকারের প্রথম ১০০ দিনকে উদ্যোগহীন, উৎসাহহীন ও উচ্ছ্বাসহীন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একইসঙ্গে এই ১০০ দিনকে উদ্যোমহীন বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান সরকারের প্রথম ১০০ দিন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, সরকারের প্রথম ১০০ দিনে নতুন করে কোনও উদ্যাগ নিতে দেখা গেলো না। বরং এ ১০০ দিনে একটি মিশ্র ইঙ্গিত লক্ষ্য করা গেছে। সুদের হার ছাড় দেয়াসহ নানান ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এতে করে বিনিয়োগ বাড়বে না।

তিনি বলেন, কোথাও যেন সরকারকে একটি প্রথিতগোষ্ঠী করায়ত্ব করে নীতি নির্ধারণ করছে।

তিনি আরও বলেন, বর্তমানে সামগ্রিক অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক চাপ সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সূচকই নিম্নমুখী। বিশেষ করে বৈদেশিক লেনদেনে যে ঘাটতি সৃষ্টি হয়েছে তা আমাদের সোনার সংসারে আগুন লাগিয়ে দিতে পারে।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে : সিপিডি
রাজস্ব ঘাটতি হতে পারে ৮২ হাজার কোটি টাকা : সিপিডি
ব্যবসায় বড় বাধা দুর্নীতি: সিপিডি
X
Fresh