• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনে আওয়ামী লীগের ব্যয় এক কোটি ৫ লাখ টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০১৯, ১৮:৪৭
ছবি সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যয়ের হিসাব জমা দেয়া হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। দলটির আয় হয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে এই হিসাব জমা দেয়া হয়।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এইচটি ইমামের নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন।

এইচটি ইমামের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছারসহ ৮ জন সদস্য প্রতিনিধি দলে ছিলেন।

এছাড়া সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসির যুগ্ম সচিব মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন।

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অনুযায়ী, প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের পক্ষ থেকে এই ব্যয়ের হিসাব জমা দেয়া হলো।

এস/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়