• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাষ্ট্রপতির সঙ্গে এলডিপির বৈঠক

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ ডিসেম্বর ২০১৬, ১৮:০৮

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে বৈঠক করলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নেতারা। প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে দলটি বুধবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে অলি আহমেদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সবার সঙ্গে আলাপ করে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

এসময় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল করিম আব্বাসী, মামদুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, আবদুল গনি, মো. কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

কে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh