• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশে সিজারে সন্তান প্রসব বেড়েছে ৩ গুণ, টাকা ‘লুটছে’ হাসপাতাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ২০ এপ্রিল ২০১৯, ১২:০২
প্রতীকী ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও বিশ্বব্যাপী ১০ থেকে ১৫ শতাংশ প্রসব সিজারিয়ান বা সি-সেকশনে করানোর সীমা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশে এই হার প্রায় ৩ গুণ হয়ে গেছে। যা এখন প্রায় ৩১ শতাংশ।

দিন দিন এই হার বাড়ার জন্য সিজারিয়ান বেসরকারি ক্লিনিকের অর্থলিপ্সা, সরকারি ব্যবস্থাপনা সুষ্ঠু না হওয়া এবং ডাক্তারদের নৈতিকতার ঘাটতিকে দায়ী করছেন গবেষকরা৷

আইসিডিডিআর,বি এক গবেষণায় বলছে, এতে বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর ওপর বড় রকমের অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। বাংলাদেশে অনেক পরিবার তাদের আয়ের সবচেয়ে বড় অংশ খরচ করছে সন্তান প্রসবে৷ কাউকে কাউকে ঋণ করে কিংবা সঞ্চয় ভেঙেও এই খরচ যোগাতে হচ্ছে।

ওই গবেষণা থেকে জানা গেছে, সিজারিয়ানের ক্ষেত্রে গড়ে খরচ পড়ছে ২৫০ ডলার বা প্রায় ২১ হাজার টাকা, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে খরচ প্রায় ৫ হাজার টাকা৷ আর বাড়িতে ডেলিভারি হলে সেটা মাত্র ১৪০০ টাকা।