• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

অতিরিক্ত ভাড়া নেয়ায় দেশ ট্রাভেলসকে ৩০ হাজার টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৯, ২৩:২০

পৃথক দুইটি অভিযোগে দেশ ট্রাভেলসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। ঢাকা থেকে নাটোর দেশ ট্রাভেলস এর এসি টিকিট এর মূল্য নেয়া হয় ৯০০ টাকা। ঠিক একই বাসে ফিরতি টিকিটে দ্বিগুণ ভাড়া নেয়া হয়। আবার নন এসি বাসে এসি বাসের ভাড়া নেয়ায় কারণে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি জানান, রাহাত নামের এক যাত্রী ঢাকা থেকে নাটোর যাওয়ার সময় দেশ ট্রাভেলসের এসি টিকিট কাটেন। যার মূল্য নেয়া হয় ৯০০ টাকা। ওই যাত্রী এক সপ্তাহ পর নাটোর থেকে ঢাকা আসার সময় একই বাসে এসি টিকিট কাটেন। যার মূল্য ৫০০ টাকা বেশি অর্থাৎ তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেয়া হয়। অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী যাত্রী দেশ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে।

দেশ ট্রাভেলস অতিরিক্ত ভাড়া নেয়ার কোন যুক্তি দেখাতে না পারায় তাদের জরিমানা দিতে হয়েছে। এই জরিমানার টাকার ২৫ শতাংশ অর্থাৎ ৫ হাজার টাকা দেয়া হয়েছে অভিযোগকারীকে।

আরসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
X
Fresh