• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিকেলে বঙ্গবভনে যাচ্ছে এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৬, ১০:৩৭

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বুধবার বিকেলে বৈঠক করবে এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ। বিকেল ৩ টায় এলডিপি ও সাড়ে ৪ টায় কৃষক শ্রমিক জনতা লীগের জন্য সময় রয়েছে।

এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এরইমধ্যে রাষ্ট্রপতিকে দেয়ার জন্য তাদের প্রস্তাবনা প্রস্তুত করেছে।

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে সংলাপে দলের মহাসচিব রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়ামের সদস্য আবদুল করিম আব্বাসী, আবু ই্উসূফ মুহাম্মদ খলিলুর রহমান, আবদুল গণি, অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ ও যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম অংশ নেবেন।

অন্যদিকে কৃষক শ্রমিক জনতা লীগের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের সভাপতি কাদের সিদ্দিকী। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- নাসরিন সিদ্দিকী, সেক্রেটারি হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রিন্সিপাল আবদুর রশীদ, আবদুল হালিম সরকার লাল, হাশমত আলী, ফরিদ আহমেদ।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh