• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুপ্রভাত বাস চলাচলের আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০১৯, ১৪:৪৯
ফাইল ছবি

সুপ্রভাত পরিবহনের ১৬৩টি বাস চলাচলের অনুমতি চেয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বিআরটিএ’র প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী সাহা।

রাজধানীর প্রগতি সরণিতে গত ১৯ মার্চ বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর পরদিন সুপ্রভাত পরিবহনের বাস চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআরটিএ।

নিষেধাজ্ঞার চিঠিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরের (রুট নং এ-১৩৮) উত্তরা-রানীগঞ্জ থেকে সদরঘাটে চলাচলকারী সুপ্রভাত প্রাইভেট লিমিটেডের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে।

বিআরটিএ’র এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাস চলাচলের অনুমতি চেয়ে আবেদন করে সুপ্রভাত কর্তৃপক্ষ। সেই আবেদন নিষ্পত্তি না করায় ৮ এপ্রিল বিআরটিএ’কে আইনি নোটিশ দেয়া হয়। কিন্তু সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সুপ্রভাত।

গত ১৫ এপ্রিল হাইকোর্টে রিট করেন সু প্রভাতের এমডি আশরাফ আলী।

এ রিটের শুনানি নিয়ে আদালত সুপ্রভাতের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh