• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভালো চিকিৎসক হওয়ার প্রধান শর্তই হলো ভালো মানুষ হতে হবে: লোটে শেরিং

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০১৯, ১৫:০৫

একজন ভালো চিকিৎসক হওয়ার প্রধান শর্তই হলো আগে ভালো মানুষ হতে হবে। কখনও কোনও অবস্থাতেই কোনও রোগীকে অবহেলা করা যাবে না। বললেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজে এসে এক অনুষ্ঠানে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন ভুটানের প্রধানমন্ত্রী।

ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যায় পড়াশুনা করেছিলেন লোটে শেরিং। এরপর ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্জারিতে স্নাতকোত্তর করেন তিনি।

নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে উদ্বেলিত লোটে শেরিং বলেন, ডাক্তারি পেশা আর দশটা পেশার মতো নয়। তাই চিকিৎসকদের সবসময়ই সচেতন থাকতে হয়।

যতক্ষণ ডিউটি থাকবে, ততক্ষণ চিকিৎসকদের নিষ্ঠা ও কর্তব্যের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে যোগ দিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া শেরিং।

এর আগে বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে ঢাকা থেকে তিনি সস্ত্রীক ময়মনসিংহে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রীও।

ময়মনসিংহ মেডিকেল কলেজ আয়োজিত অনুষ্ঠান শেষে লোটে শেরিং হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগ পরিদর্শন করেন। এরপর কলেজের ২৮ ব্যাচের নিজের বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান তিনি।

চারদিনের সফরে গত শুক্রবার বাংলাদেশ সফরে আসেন ভুটানের প্রধানমন্ত্রী। তার সফরকালে শনিবার বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারকও হয়েছে। সোমবার তিনি দেশে ফিরে যাবেন।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh