• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ এপ্রিল ২০১৯, ০৯:১০
ছবি-সংগৃহীত

‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’- এই প্রতিপাদ্যে ১৪২৬ বঙ্গাব্দ নতুন বাংলা বছরকে গানে গানে বরণ করে নিয়েছে ছায়ানট। রমনার বটমূলে রোববার ভোর ঠিক সোয়া ৬টায় রাগালাপ দিয়ে নতুন বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানান ছায়ানটের শিল্পীরা।

বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীরা এককভাবে ১৩টি গান পরিবেশন করবেন। এছাড়া দুটি কবিতা আবৃত্তি করবেন ছায়ানটের শিল্পীরা। সবশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ হবে ছায়ানটের এই আয়োজন।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, সত্য ও সুন্দরের শক্তিতেই পরাজিত হবে মৌলবাদ, সাম্প্রদায়িকতাসহ সব অশুভ শক্তি। শুরু হবে নতুন আলোয় আরেকটি নতুন বছর- এমনটাই প্রত্যাশা সবার।

বর্ষবরণের এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে অনুষ্ঠান দেখা যাচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেলে।