• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পয়লা বৈশাখে বৃষ্টি হবে কি?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৯, ১৩:৩৮

বর্ষবরণের দিন সকালবেলা রৌদ থাকবে। তবে বর্ষবরণের আনন্দ ফিকে করে দিতে বৈশাখের প্রথম দিনের দুপুরে নামতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে বাঙলা বছরের প্রথম দিনের সকালে তাপমাত্রা থাকবে স্বাভাবিক। এসময় আবহাওয়া শুষ্ক থাকবে।

শনিবার আবহাওয়াবিদ আব্দুল মোমেন আরটিভি অনলাইনকে বলেন, পয়লা বৈশাখের সকালে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে দুপুরের পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বৈশাখের প্রথম দিনে আমরা কালবৈশাখীর আশঙ্কা করছি না। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থামলে তাপমাত্রা বাড়বে। চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরুর এই সময়টা সাধারণত এমনই থাকে।

এদিকে আজ আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

এর ফলে সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরসি/এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
যে কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন
নোয়াখালীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
চাঁদপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh