• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জোর করে প্যারোলে মুক্তি দেয়া যায় না: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৫৭
ফাইল ছবি

প্যারোলে মুক্তি চাইতে হয়, না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না। প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। বললেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ সোমবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কারাবন্দী খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বলা হচ্ছে তাকে জোর করে প্যারোলে মুক্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কেউ যদি প্যারোল না চায় তাহলে তাকে প্যারোলে মুক্তি দেয়া যায় না।

সম্প্রতি সরকারের কয়েকজন মন্ত্রী বলেন, যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়া হতে পারে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা বলে আসছেন, সরকার জোর করে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে চায়, কিন্তু জামিনে মুক্তি পাওয়া তার অধিকার।

এদিকে আজ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল করির রিজভী বলেন, তিনি তো এই মামলায় জামিন পাওয়ার যোগ্য। তাহলে প্যারোলের প্রশ্ন আসছে কেন? আমরা সরকারকে বলবো দেশনেত্রীর জামিনে যেন বাধা না দেয়া হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হচ্ছে
X
Fresh