• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ১১

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

  ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৩৭

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অন্তত ৩৪ জনকে।

কুয়ালালামপুরের পুলিশ প্রধান এসিপি জুলকিফলি জানান, রোববার (৭ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে নিলাই থেকে এয়ারপোর্টগামী কর্মীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িচালকসহ নয় জন মারা যায়। পরে সেরদাং হাসপাতালে চিকিৎসাধীন অপর দুজন কর্মীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশীয়, দুজন নেপালি ও একজন মালয়েশিয়ান গাড়িচালক।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পার্শ্ববর্তী সেরদাং, কাজাং ও পুত্রাজায়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাসে মোট ৫৬ জন কর্মী ছিল। তাদেরকে নিলাই থেকে বাসে করে কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে একটি তদন্ত কমিটি।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ এপ্রিল)
মুক্তির পর ফেসবুকে যে বার্তা দিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার
X
Fresh