• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৪৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের(বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসটির মালিক ননী গোপালকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

তিনি জানান, মুগদার একটি বাসা থেকে সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসটির মালিক গোপালকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ডিবি বাসটির চালক ও কন্ডাক্টরকে জিঞ্জাসাবাদে জানা যায়, গত ১৯ মার্চ ভোরে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে ভোরে গন্তব্যে রওনা দেয় সুপ্রভাত পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫)। রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকায় পৌঁছালে মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী সিনথিয়া সুলতানাকে চাপা দিয়ে গুরুতর জখম করে বাসটি। এরপর বাসের যাত্রীরা চালক সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করে। এসময় উপস্থিত জনতা বাসের ক্ষতি করতে পারবে এমন আশঙ্কায় বাস মালিক ননী গোপালের নির্দেশে ড্রাইভিং সিটে বসেন কনডাক্টর ইয়াছিন। কোনও ধরনের ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও বাস নিয়ে দ্রুত পালানোর সময় নর্দ্দা এলাকা পার হতেই বিইউপি শিক্ষার্থী আবরারকে চাপা দিয়ে পালিয়ে যান ইয়াছিন। এতে ঘটনাস্থলেই আবরারের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় গুলশান থানায় নিহত আবরারের বাবার দায়ের করা মামলাটির তদন্ত করছে ডিবি।

আরসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
X
Fresh