• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এফআর টাওয়ারের দুর্নীতি অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৯, ১৫:০২

এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের পর ওই ভবনের দুর্নীতি তদন্তে রাজউক, ফায়ার সার্ভিস, ওয়াসাসহ বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে দুদকের উপ-পরিচালক আবুবক্কর সিদ্দিকের স্বাক্ষর করা এক চিঠিতে তথ্য জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছে।

বিষয়টি দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে উপ-পরিচালক আবুবক্কর সিদ্দিকের নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অনুসন্ধানে কাজ করবে।

তিনি জানান, এফআর টাওয়ারকে ঘিরে দুর্নীতির যেসব অভিযোগ আছে সেসব তদন্তের জন্যই বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে।

এদিকে, গতকাল বুধবার (৩ এপ্রিল) নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বনানীর এফআর টাওয়ার সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh