• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

অপহৃত হোমিও চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৬

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৯, ১১:১০

রাজধানীর মিরপুর থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত হোমিও চিকিৎসককে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে।

আজ বৃহস্পতিবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমানকে এ তথ্য জানান।

মিজানুর রহমান বলেন, মিরপুর থেকে এক হোমিওপ্যাথি চিকিৎসককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল একটি চক্র। পরে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকায় অভিযান চালিয়ে ওই চিকিৎসককে উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের ছয় সদস্যকে।

কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আজ বেলা ১১টায় এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
X
Fresh