• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সন্ধ্যায় ঢাকায় কালবৈশাখী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ এপ্রিল ২০১৯, ১৮:৪২

রাজধানীতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া রেকর্ড অনুসারে যা ছিল ১৭.৪০ মিলিমিটার। সন্ধ্যার পরপরেই কালবৈশাখী হওয়ার আশঙ্কা হচ্ছে। ঢাকার এয়ারপোর্ট এলাকায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বাতাসের গতি দেখা যাচ্ছে। যা কালবৈশাখীর লক্ষণ।

মঙ্গলবার সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আরটিভি অনলাইনকে এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, সকাল ঢাকার বাহিরে তেমন বৃষ্টিপাত না হলেও। বিকেলের পর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও বলেন, আগামী ৩ দিন দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।