• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বিদেশ গেলে ময়লা পকেটে রাখি, নিজ দেশে যেখানে সেখানে ফেলি’

এস এম সাজ্জাদ হোসেন, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০১৯, ১৫:৩৪

পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। শুধু তাই নয় প্রত্যেক ধর্মেই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রাধান্য দেয়া হয়েছে।

নিজেকে সুন্দর রাখার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। তবে শুধু নিজেকে পরিষ্কার রাখলেই হবে না পরিষ্কার রাখতে হবে সমাজ ও দেশকে।

পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে গেলে মনেই হবে না যে ময়লা বলতে কিছু আছে। তারা নিজেদের পাশাপাশি নিজের দেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

কিন্তু আমাদের দেশে ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। যার যেভাবে ইচ্ছা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে। দোকান থেকে খাবার কিনে সেটি খেয়ে তার প্যাকেট রাস্তায়ই ফেলা হচ্ছে। রাস্তার পাশে বিভিন্ন খাবারের দোকান থেকে খাবার খেয়ে তার উচ্ছিষ্ট অংশ রাস্তায় ফেলা হচ্ছে।