• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কালবৈশাখী ঝড়ে ৬ হাজার মোবাইলফোন টাওয়ার বিকল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৯, ১৭:৫০
ফাইল ছবি

রোববার রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ঢাকাসহ সারাদেশে অন্তত ৬ হাজারের বেশি মোবাইল ফোনের টাওয়ার বিকল হয়ে গেছে।

বাংলালিংক এর চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান আজ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,বিদ্যুৎ না থাকায় আমাদের ৯ হাজার মোবাইল নেটওয়ার্কের মধ্যে দেড় হাজারের মতো সাইট বন্ধ রয়েছে। এগুলোর মধ্যে ৩ হাজারের মতো সাইট জেনারেটর দিয়ে চালু রাখা হয়েছে।

এছাড়াও জানা যায়, দেশের সব মোবাইল ফোনের ৫০ শতাংশ নেটওয়ার্কে আজ সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ ছিলো না।

সূত্র জানায়, একই কারণে দেশের বড় দুটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং রবির অন্তত ৫ হাজার টাওয়ার বন্ধ রয়েছে।

রবির ভাইস প্রেসিডেন্ট ইকরাম আহমেদ জানান, পিডিবি বিদ্যুৎ না দেয়ায় তারা নেটওয়ার্ক সমস্যায় ভুগছে।

টেলিটক থেকে জানানো হয়েছে, ঝড়ের পর থেকে তাদের অন্তত আড়াইশো বেস ট্রান্স রিসিভার স্টেশন (বিটিএস) বন্ধ রয়েছে।

গতকাল (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা ও বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
টানা তিন দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
রাজধানীসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা, সতর্ক সংকেত
X
Fresh