• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিদ্দিরগঞ্জের ওসির বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ

মুক্তা মাহমুদ

  ১৮ ডিসেম্বর ২০১৬, ২০:৫৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিতর্কিত ভূমিকার অভিযোগ করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউদ্দিনের প্রত্যাহার দাবি করলেন নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর। আর সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানালেন ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খান।

রোববার সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় নির্বাচন সামনে রেখে সিদ্দিরগঞ্জের ওসির বিরুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগ করেন।

এদিকে নির্বাচনে সেলিনা হায়াৎকে সমর্থন করতে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মী সভা করে যুবলীগ। এসময় বিভিন্ন সময়ে বিএনপির নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে আসার সমালোচনা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

অন্যদিকে, শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দরে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গণসংযোগ করেন। নিরপেক্ষ ভোট হলে বিএনপি জয়ী হবে বলে আশা করেন তিনি।

আসছে ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh