• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মন্ত্রীর ব্রিফের সময় ঘুমাচ্ছেন রাজউক কর্মকর্তা, ভিডিও ভাইরাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৯, ১৭:৩৮
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে নেয়া

রাজধানী ঢাকায় বিদ্যমান ভবনগুলোতে অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম যখন রাজউক কর্মকর্তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছিলেন, তখন তার পেছনে দুই কর্মকর্তা ঘুমাচ্ছিলেন।

আজ রোববার রাজউক ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যৌথভাবে আয়োজিত এক বৈঠকের পর মন্ত্রীর সংবাদ সম্মেলনে এমন চিত্র দেখা গেছে।

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় রাজউকের কর্মকাণ্ড নিয়ে যখন চারদিকে সমালোচনা চলছে,এমন সময় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সংবাদ সম্মেলনে রাজউকের ওই কর্মকর্তাদের ঘুমানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।

বিষয়টি টেলিভিশন ক্যামেরার লাইভে দেখা দেখার পর এ সময় ক্যামেরাম্যানরা অন্য কর্মকর্তাদের অনুরোধ করেন যেন কেউ গিয়ে ওই কর্মকর্তার ঘুম ভাঙান।

সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, রাজধানীর কোন এলাকায় কোন বিল্ডিং পরিকল্পনা পরিপন্থী হয়েছে; নকশা, অনুমোদন, বিল্ডিং কোড মানা হয়নি- এমন হাইরাইজ বিল্ডিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে রাজউকের ২৪টি টিম মাঠে নামছে।

এর আগে মন্ত্রী রেজাউল করিম ও রাজউক চেয়ারম্যান আব্দুর রহমানসহ মন্ত্রণালয় ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন।

এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রীতি জিনতার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
আমির খানের ভিডিও ভাইরাল!
আইপিএলে টস টেম্পারিংয়ের অভিযোগ, ভিডিও ভাইরাল
X
Fresh