• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘ফায়ার সার্ভিসের সুপারিশ না মেনে ফের গড়া হয়েছিল ডিএনসিসি মার্কেট’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৯, ১০:৪৮
শনিবার রাজধানীর গুলশান-১ এ ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পরের চিত্র

দুই বছর আগে গত ২০১৭ সালের ৩ জানুয়ারিতেও গুলশান-১ ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছিল। তবে সেই অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছিল তা না মেনেই ফের মার্কেট গড়ে তোলা হয়েছিল। বললেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ।

আজ শনিবার রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের পর তিনি এসব কথা জানান।

শাকিল নেওয়াজ বলেন, আমরা সুপারিশ করে বলেছিলাম, এই মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা নেই। পরে মার্কেট কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করলে তা আদালতে এখনও ঝুঁলে আছে। এর ফাঁকে ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে আবার মার্কেট তৈরি করে।

তিনি বলেন, এই মার্কেটে আগেরবার আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল। কারণ কোনো রাস্তা ছিল না, পানি ছিল না। ফায়ার সার্ভিসের কর্মীরা সহজে মার্কেটে ঢুকতে পারেনি।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ওই সময় সুপারিশ করা হয়েছিল যে, পরবর্তীতে মার্কেট করা হলে যাতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা হয়। কিন্তু এবার আগুন লাগার পর দেখা গেলো সেই আগের চিত্র। এবারও আগুন নেভানোর ব্যবস্থা নেই। এমনকি রাস্তা পর্যন্ত নেই।

শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগে। আগুনে মার্কেটের সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এসজে/এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার হাজার ইমাম-মুয়াজ্জিনকে ঈদ সম্মানি দিলো ডিএনসিসি
ডিএনসিসি এলাকায় মশা নিধন ক্যাম্পেইন ২২ এপ্রিল
চিপসের প্যাকেট-ডাবের খোসাসহ পরিত্যক্ত দ্রব্যাদি কিনবে ডিএনসিসি
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
X
Fresh