• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বনানীতে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৯ আহত ৭০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৯, ২০:২৬
ফাইল ফটো

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন ৭০ জন। সব নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

রাত পৌনে ৯টা পর্যন্ত নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমিন ইয়াসমিন (৩০), মাসুদ (৩৬), নিরস চন্দ্র (৩০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৩৬) ও মনির (৫০)। পুলিশ সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
এদের মধ্যে নিরস চন্দ্র শ্রীলঙ্কার নাগরিক। আগুন থেকে রক্ষা পেতে লাফিয়ে পড়ে প্রাণ হারান তিনি।

এর আগে ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরমান আলী। অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ তখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর কথা জানান তিনি।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফ আর টাওয়ারের ৯তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

সি/কে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু রেখে পালাল চোর, গাড়িতে আগুন দিলো জনতা
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
X
Fresh