• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বনানীর আগুনের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৯, ১৮:১০

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। ঘটনাস্থলে মন্ত্রী, এমপিসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা জানান।

তিনি জানান, চেষ্টা করা হচ্ছে জীবন এবং সম্পদের ক্ষতি যতো কম হয়। আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়া মানুষ উদ্ধারে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে লাগা আগুণে এখন পর্যন্ত এক শ্রীলঙ্কান নাগরিকসহ ৫ জন মারা যাওয়ার খবর সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে এখনো ফায়ার সার্ভিস, সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
X
Fresh