• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডে নিহত দুই বাংলাদেশির মরদেহ ঢাকায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৯, ০৮:৩৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ মঙ্গলবার রাতে ঢাকায় আনা হয়েছে। পরে তাদের নিজ নিজ বাড়িতে মরদেহ পৌছে দেয়া হবে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে মরদেহ দুটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়।

নিহত দুই ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আনোয়ারা খান জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে মরদেহ দুটি ঢাকায় পৌঁছায়।

নিহত ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন রাতে বলেন, মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে। আমরা মরদেহ গ্রহণ করে নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উদ্দেশে রওনা হব।

নিহত পাঁচ বাংলাদেশিদের মধ্যে চাঁদপুরের মোজাম্মেল হকের মরদেহ বুধবার ঢাকায় আনার কথা রয়েছে। সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে।

গেলো ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।

ওই হামলায় আহত কিশোরগঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম ও শেখ হাসান রুবেল চিকিৎসাধীন আছেন।

আরো পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম
ঈদের ছুটিতে যেখানে উড়াল দিলেন মিম
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
X
Fresh